তিনি বলেন, আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে সেন্টমার্টিন থেকে ৭১ জন পর্যটক নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেন গ্রীন লাইন জাহাজ। পরে প্রায় আড়াই ঘন্টা জাহাজ চালানোর পরে সাগরের ঢেউের পানি পড়ে বৈদ্যুতিক সম্যসায় যান্ত্রিক ত্রুটি সৃষ্টি হয়ে। পরে জাহাজটি কক্সবাজার উদ্দেশ্যে রওনা না করে কোন রকম মেরিন ড্রাইভের বড় ডেইলের সমুদ্র সৈকতে পর্যটক সহ জাহাজ টা ভীড়তে পেরেছেন।
তিনি আরও বলেন, এ ঘটনার খবর পেয়ে কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশের টিম ও টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা সহ গ্রীন লাইন জাহাজের কতৃর্পক্ষ ঘটনাস্থলে পৌঁছে। যেসব পর্যটক রয়েছে তাদের নিদিষ্ট গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.