সেন্টমার্টিনে ৮৩ বোতল বিদেশি মদ ও ২ কেজি ক্রিস্টাল মেথ সহ আটক-৭

 

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিনে অভিযান চালিয়ে দুই কেজি ক্রিস্টাল মেথ (আইস), বিপুল পরিমাণ বিদেশি মাদকসহ সাতজনকে আটক করেছে কোস্টগার্ড।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ থেকে আনুমানিক এক নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে বাংলাদেশ সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মায়ানমার সমুদ্র এলাকা থেকে সন্দেহজনক একটি কাঠের বোট বাংলাদেশ সমুদ্র এলাকায় প্রবেশ করে। কোস্ট গার্ড আভিযানিক দল বোটটিকে থামার সংকেত দিলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বোটটি আটক করে তল্লাশি চালিয়ে ৮৩ বোতল বিদেশি মদ ও দুই কেজি ক্রিস্টাল মেথসহ সাতজন আটক করা হয়েছে।
সাব্বির আলম আরও বলেন, আটক মাদককারবারিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.