সেন্টমার্টিনে বিদেশী মদ-বিয়ারসহ মিয়ানমার ৫ নাগরিক আটক

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদের বোতল ও বিয়ারসহ ৫ জন মিয়ানমারের নাগরিককে আটক করেছে।
আজ মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্বজোনের টেকনাফ বিসিজি ষ্টেশন হলরুমে লে. কমান্ডার সাইয়েদুল মোরসালিন সংবাদ সম্মেলনে জানান, সকাল ৯টার দিকে সেন্টমার্টিন বিসিজি ষ্টেশনের কোস্টগার্ড সদস্যরা সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর হয়ে একটি ইঞ্জিন চালিত বাংলাদেশ জলসীমায় প্রবেশ করলে ধাওয়া করে নৌকাসহ ৫ জন মিয়ানমার নাগরিককে আটক করে। পরে ইঞ্জিন নৌকাটি তল্লাশী বেশ কয়েকটি বস্তা পাওয়া যায়। বস্তাগুলো খুলে গণনা করে বেশ কয়েটি হুইস্কির বোতল ও বিয়ার পাওয়া যায়।
মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন আমিরুল হক আরও জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মদের বোতল ও বিয়ারসহ আসামীদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.