সেনা অভিযানে শক্তিমান চাকমা হত্যা মামলার আসামী আটক

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির নানিয়ারচরে ইউপিডিএফ প্রসীত গ্রুপের সশস্ত্র সদস্য ও নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলার আসামি মিন্টু চাকমাকে (৩৯) আটক করেছে সেনাবাহিনী।
আজ শনিবার (০৮ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙ্গামাটি সেনা রিজিয়নের আওতাধীন নানিয়ারচর সেনা জোনের একটি টহল দল গতকাল শুক্রবার (০৭ মে) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনারাম কারবারিপাড়া এলাকা থেকে মিন্টু চাকমাকে অস্ত্রসহ আটক করে।
আইএসপিআর জানায়, সেনা অভিযানের সময় তার কাছ থেকে ১টি দেশীয় বন্দুক, দুই রাউন্ড কার্তুজ, কয়েকটি মোবাইল সিমকার্ড ও ৪ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।
আটক মিন্টু চাকমা ২০১৮ সালের ৩ মে নানিয়ারর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যার মামলার আসামি এবং দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন। পার্বত্য চট্টগ্রামের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানায় আইএসপিআর।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাঙ্গামাটি প্রতিনিধি মো. মাজহারুল করিম মাজেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.