সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা সাড়া ফেলেছে নাটোরের সিংড়ায়


নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার রাতাল এলাকায়। সাড়া ফেলেছে সাধারন মানুষের মাঝে। দুর দুরান্ত থেকে নর নারী আসছেন সেবা নিতে। রিকসা, ভ্যান, অটো, সিএনজি অথবা পায়ে হেটে মানুষ সতস্ফুর্ত সেবা নিতে ভীড় করছেন মোবাইল হাসপাতালে।

প্রতিদিন শত শত বিভিন্ন পেশার নারী, পুরুষ, শিশু চিকিৎসা সেবা নিতে আসছেন। বগুড়া সেনানিবাসের সেনাবাহিনীর ২১ পদাতিক ডিভিশন মোবাইল হাসপাতালটি পরিচালনা করছে ।

সিংড়া উপজেলা সদর থেকে ১৭ কিলোমিটার অদুরে রাতাল বাজারের পাশে অস্থায়ী ক্যা¤প স্থাপন করা হয়েছে। মোবাইল হাসপাতাল নামে পরিচিত এখানে বিশেষঞ্জ ডাক্তাররা রোগী দেখছেন।

আজ সকাল ৮টা থেকে দুপুর দু টা পর্যন্ত চিকিৎসা সেবা চলছে। চিকিৎসা সেবা নিতে আসা বেশ কয়েকজন জানালেন এখানে ভালো চিকিৎসাপত্র দেয়া হচ্ছে।পাশাপাশি বিনামূল্য ঔষধপত্র দেয়া হয়।

১৬ জানুয়ারী পর্যন্ত মেডিসিন, দন্ত, চক্ষু ডাক্তারগণ রোগী দেখবেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.