সেনবাগে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত-১০

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীল সেনবাগে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার (০৯ আগস্ট) বিকেলে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের পাইখস্তা আশ্রয়ণ প্রকল্পের মাঠে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের এনায়েতপুর ও মইশায়ের বাসিন্দারা মধ্যে দুই দলে ভাগ হয়ে স্থানীয় পাইখস্তা আশ্রয়ণ প্রকল্পের মাঠে ফুটবল খেলতে আসে।
ওই সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ উভয় পক্ষের মধ্যে কথা–কাটাকাটি হয়। এ সময় এর জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দারা দুই ভাগে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আহতরা হলো, ডমুরুয়া ইউনিয়নের মইশাই মাস্তান বাড়ির রফিকের ছেলে সানজিদ ও মজুমদার বাড়ি মালেক মজুমদার মুন্সীর ছেলে রতন মজুমদার, কালাম মিয়ার নতুন বাড়ীর মোস্তফার ছেলে এমরান বাবু, এনায়েতপুর গ্রামের মিজি বাড়ীর মাহবুবের ছেলে শাহাদাৎ হোসেন ও মাইন উদ্দিন, ময়মুনা মেম্বার বাড়ির মালেক মিয়ার ছেলে নিজাম উদ্দিন, নজির মিয়ার বাড়ির ছালে আহম্মদের ছেলে সুমন,হাফেজ বাড়ির হাফেজ এনামুল হকের ছেলে ফরহাদ।
আহতদের মধ্যে কয়েকজনকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বলেও জানা যায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বিটিসি নিউজকে বলেন, এ ঘটনায় কোনো পক্ষ এখন পর্যন্ত থানায় অভিযোগ করেনি। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে আহতদের আঘাত গুরুত্বর নয় বলেও তিনি মন্তব্য করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.