সূর্বণচরে ‘ভোটের জেরে’ গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি: স্বামী ও সন্তানদের বেঁধে রেখে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের চরবাগ্গা গ্রামে এক গৃহবধূকে (৩২) ঘর থেকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনায় এ পর্যন্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াস শরীফ বিটিসি নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মামলার পর অভিযান চালিয়ে নোয়াখালী ও লক্ষ্মীপুরে থেকে গৃহবধূ গণধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এসপি আরো জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে তাদের নাম গোপন রাখা হয়েছে। বাকিদের গ্রেফতার করতে নোয়াখালী, ফেনী,  লক্ষ্মীপুর ও লাকসামে পুলিশের চারটি টিম কাজ করছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.