সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা বাড়ছে ৷ ২৪ ঘণ্টায় বাড়ি ফিরেছেন ১৮৩ আক্রান্ত

কলকাতা প্রতিনিধি: লক ডাউনের মধ্যেই বাড়ছে অতি দ্রুত হারে করোনা আক্রান্তের সংখ্যাও ৷ তাই লক ডাউনের মেয়াদ ক্রমে বৃদ্ধি পাচ্ছে ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১২, ৭৫৯। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৮ জন ৷  ৮২৬ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৷ এবং দেশে মোট ১২ হাজার ৭৫৯ জন করোনা আক্রান্ত ৷ তবে একটাই আশার খবর যে এখনও পর্যন্ত মোট ১ হাজার ৫১৫ করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন৷ 

মারণ ভাইরাসের সঙ্গে যুদ্ধে সাফল্য মিলেছে গতকাল বৃহস্পতিবার ১২.০২ শতাংশ এবং বুধবার ১১.৪১ শতাংশ।  সেই হার শুক্রবার  বেড়ে দাঁড়িয়েছে  ১৩.০৬ শতাংশে দাঁড়িয়েছে ৷ সুতরাং কেন্দ্রের পরিসংখ্যান বলছে, মারণ ভাইরাসের সঙ্গে লড়াইতে সাফল্যের হার বাড়ছে। এই পরিসংখ্যানে আশার আলো দেখছেন চিকিৎসকরা।  করোনা সংক্রমণের লক্ষণগুলি দেখলেই লক্ষণ দেখলেই কালবিলম্ব না করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সরকারি আধিকারিকরা ৷
অন্যদিকে রাজ্য করোনা আক্রান্তের সংখ্যা একদিনে অনেকটাই বেড়ে গিয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজ্য সরকারের পক্ষ জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। শেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে তিনজনের। ফলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০। সব মিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে  দাঁড়িয়েছে ১৪৪। হোম কোয়ারন্টিনে রয়েছেন ৩৬,৯৮২ জন। এখনও পর্যন্ত ৩,৯১৫ জন কোয়ারান্টিন সেন্টারে রয়েছেন। তবে আশার কথা রাজ্য পরিসংখ্যান অনুযায়ী ৫১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৷

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.