সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংবিধান সংশোধন প্রয়োজন : জি এম কাদের

ঢাকা প্রতিনিধি: দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সংবিধান সংশোধন করতে হবে অভিমত ব্যক্ত করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।
তিনি বলেছেন, এখনো অনেক সময় আছে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী এনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার।
আজ সোমবার (০১ আগস্ট) দুপুরে রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এদিন বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সাঈদ আখতার নেওয়াজী পিপিএম (বার) জি এম কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।
জিএম কাদের বলেন, আওয়ামী লীগ ও বিএনপি সংবিধানে বারবার পরিবর্তন এনে এক ব্যক্তির হাতে সব ক্ষমতা দিয়েছে। এ দুই দলের প্রতিহিংসার রাজনীতির কারণে দেশে ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে।
আওয়ামী লীগ ও বিএনপির সমালোচনা করে জাপা চেয়ারম্যান বলেন, এ দুটি দলের প্রতিহিংসার রাজনীতির কারণে পরিস্থিতি এমন হয়েছে যে, আগামী নির্বাচনে যে দল পরাজিত হবে তারাই যেন নিশ্চিহ্ন হয়ে যাবে। এমন বাস্তবতা সুষ্ঠু রাজনীতি চর্চার অন্তরায়।
তিনি বলেন, মানুষ নির্বাচনের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। দেশের মানুষ এখন আর ভোটকেন্দ্রে যেতে চায় না। নির্বাচনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে।
এসময় দলটির শীর্ষ নেতাদের অনেকে উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.