সুষ্ঠু নির্বাচনের সংস্কৃতি দেশে প্রতিষ্ঠিত করতে চাই : মানবাধিকার কমিশন

ঢাকা প্রতিনিধিরাজধানীর কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে কাকরাইলে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক সাংবাদিকদের বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘুসহ কেউ যাতে সহিংসতার শিকার না হয় সেদিকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সতর্ক থাকতে হবে । এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু আছে বলেও জানান তিনি।

তিনি বলেন, এবারের নির্বাচন অনেক সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসনসহ আমরা প্রত্যেককে বলেছি, আপনারা এমন এক নির্বাচনী পরিবেশ সৃষ্টি করবেন যাতে জনগণের মধ্যে কোনো ভীতি কাজ না করে। আমরা সবাই এমন কোনো ঘটনা না ঘটাই যাতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এভাবেই আমাদের প্রতিটি দলকে সহনশীলতার পরিচয় দিতে হবে। আমরা সবাই একটি সুষ্ঠু নির্বাচনের সংস্কৃতি আমাদের দেশে প্রতিষ্ঠিত করতে চাই।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.