সুবর্ণচর ইয়ুথ অর্গানাইজেশনের সপ্তাহ ব্যাপি গবাদিপশু পালন প্রশিক্ষণ

নোয়াখালী প্রতিনিধি: ‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন রেজিষ্ট্রেশন প্রাপ্ত যুব ও কৃষি উন্নয়নমূলক সামাজিক সংগঠন  “সুবর্ণচর ইয়ুথ অর্গানাইজেশন” এর সহযোগিতায় অপ্রাতিষ্ঠানিক সাত (০৭) দিন ব্যাপী গবাদিপশু পালন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের মধ্য কেরামতপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ে ৩০ জন বেকার যুব-যুবতী প্রশিক্ষণার্থীদের নিয়ে এ কোর্স অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ-সভাপতি মো. মহিব উল্যাহ এর সঞ্চালনায় সভাপতি জাকার আহাম্মদ এর সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন চরক্লার্ক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হানিফ চৌধুরী।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. খুরশীদ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুল আজম। এর আগের সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-নোমানে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এ সময় চরক্লার্ক ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আহছান উল্ল্যাহ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল শিমুল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুব-যুবতীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে। এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মাঝে বিনাসুদে ঋণ বিতরণ করা হবে।
সংগঠনের সভাপতি জাকার আহম্মদ বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধনকৃত সামাজিক সংগঠনের মাধ্যমে যুব কার্যক্রম গুলো পরিচালনা করলে দেশের সকল পেশার মানুষ উপকৃত হবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.