সুবর্ণচরে ৭০% ভুর্তকিতে কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সুবর্ণচরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৭০% উন্নয়ন সহায়তা (ভুর্তকি) কম্বাইন হারভেস্টার বিতরণ করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বেলা ১২ টায় উপজেলা পরিষদের সামনে উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যার উপস্থিতিতে এই কৃষিযন্ত্র বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ হারুন অর রশিদ, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সালমা চৌধুরী, সাংবাদিক ইব্রাহিম খলিল শিমুল এবং কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও উপকারভোগী কৃষক সহ আরো অনেকে।
উল্লেখ্য, এই কম্বাইন হারভেস্টার যন্ত্রটি গ্রহণ করেন চরক্লার্ক ইউনিয়ন ৫নং ওয়ার্ড কেরামতপুর গ্রামের আলি হোসেনের ছেলে মোঃ বেলাল উদ্দিন নামের এক কৃষক।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.