সুবর্ণচরে সবুজ বাংলাদেশের সদস্য মো. আবদুল্যাহ মৃত্যুতে কবর জিয়ারত ও দোয়ার আয়োজন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সুবর্ণচর উপজেলার “সবুজ বাংলাদেশ” সংগঠনের চর জুবলি ইউনিয়নের সদস্য মো. আবদুল্যাহ (২৩) মৃত্যুতে কবর জিয়ারত ও দোয়ার আয়োজন করা হয়।
গতকাল সোমবার (০২ আগস্ট) বিকেলে আসরের নামাজ শেষে উপজেলার ০৫নং চর জুবলি ইউনিয়নের ০৬নং ওয়ার্ড়ের দক্ষিণ হালিম বাজার “মুসলিম জাগিরদার জামে মসজিদে” এই অনুষ্ঠান পরিচালিত হয়েছে।
মৃত মো. আবদুল্যাহ চর জুবলি ইউনিয়নের দক্ষিণ হালিম বাজার সংলগ্ন মো. বাবুল ব্যাপারীর ছেলে। সে গত (৩০ জুলাই) শুক্রবার আকস্মিক ভাবে মৃত্যুবরণ করেন।
উক্ত অনুষ্ঠানে কবর জিয়ারতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সবুজ বাংলাদেশের অন্যতম সদস্য হাফেজ মো. হেলাল উদ্দিন।
এ সময় কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. আবদুল হক, কৃষি বিষয়ক সম্পাদক মো. আবদুল্যাহ আল-নোমান, উপজেলার পক্ষ থেকে সিনিয়র সহ-সভাপতি মো. আবু সুফিয়ান, সভাপতি খন্দকার মো. দিদারুল আলম, সাধারাণ সম্পাদক ইব্রাহিম খলিল শিমুল, ইউনিয়ন পর্যায়ের পক্ষ থেকে মো. সামসুদ্দিন। এ ছাড়াও উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আবদুল হক জানান, সবুজ বাংলাদেশ সংগঠনের উপজেলার চর জুবলি ইউনিয়নের অন্যতম সদস্য মো. আবদুল্যাহ মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। আমাদের সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা মরহুমের রূহ বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। এবং সকল সবুজিয়ান ভাইদের জন্য দোয়া করি।
গত (৩০ জুলাই) শুক্রবার সংগঠনের কেন্দ্রীয় একটি প্যাডে সভাপতি মো. শাহিন আলম ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন বাবু’সহ দুই জনের যৌথ স্বাক্ষরিত ভাবে একটি শোক বার্তা প্রকাশ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.