সুবর্ণচরে শরণার্থী সংস্থার কম্বল ও শিশু খাদ্য উদ্ধার, যুবককে অর্থদন্ড

নোয়াখালী প্রতিনিধি: রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত শিশু খাদ্য ও কম্বল খোলা বাজারে বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক যুবককে আটক করা হয়েছে।
আটককৃত মো.মিজান উদ্দিন (৩২), সে উপজেলার চরবাটা ইউনিয়নের মধ্য চরবাটা গ্রামের মোঃ শেখ ফরিদের ছেলে।
ভ্রাম্যমাণ আদাল পরিচালনা করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার চরবাটা খাসেরহাট বাজারের পূর্ব গলি থেকে বিক্রিয় করা অবস্থায় তাকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেন। তিনি আরও বলেন, সুবর্ণচরের চরবাটা খাসেরহাট বাজারে এক যু্বক রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) লগো সংযুক্ত কম্বল ও শিশু খাদ্য খোলা বাজারে বিক্রি করছে। এমন সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৬০ প্যাকেট শিশু খাদ্য ও ৩০ পিস কম্বল জব্দ করা হয়। একই সাথে ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত যুবককে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.