সুবর্ণচরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সুবর্ণচরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মহিউদ্দিনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যার সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজিমুল হায়দার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আবদুল হামিদ, উপজেলা ভাইসচেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, চরজব্বর থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় দাস।
এসময় আরো উপস্থিত ছিলেন, সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি, ঈমাম ও শিক্ষার্থীরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.