সুবর্ণচরে বৃদ্ধ বাবাকে গরম পানি ঢেলে হত্যার চেষ্টা

নোয়াখালী প্রতিনিধি: সুবর্ণচর উপজেলায় পারিবারিক কলেহ জের ধরে বৃদ্ধ পিতাকে গাঁয়ে গরম পানি ঢেলে হত্যার চেষ্টা করেছে ছেলে। গতকাল শুক্রবার (২৫ জুন) সকাল ৮ ঘটিকায় চর আমান উল্যাহ ইউনিয়নের ৪নং ওয়ার্ড় সাতাইশদ্রন গ্রামে সোবার বাপের বাড়ির পিতা জহিরুল ইসলাম (৮৩) উপর তার চতুর্থ সন্তান আবুল হোসেন (৪০) এমন জঙ্ঘতম ঘটনা ঘটায়।
এই ঘটনাটি বিটিসি নিউজকে নিশ্চিত করেন স্থানিয় ইউপি সদস্য মো: সিরাজ উদ্দিন।
বৃদ্ধ পিতা জহিরুল ইসলাম বিটিসি নিউজকে জানান, পূর্বে কয়েকবার আমাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করেছে। আমাকে ও আমার স্ত্রীকে হজ্জ্বে পাঠাবে বলে দেড় একর জমি তার নামে দলিল করে নেয়। এবং নগদ দশ লক্ষ টাকা ও দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেয়। তবুও আমাদের দুইজনকে হজ্জ্বে পাঠায়নি। আমার সকল জায়গা সম্পত্তি ভোগ করতে এমন ষড়যন্ত্র করতেছে সে। এছাড়াও আমার ছোট ছেলের স্ত্রী লুবনা বেগম (২৫) কেও কয়েক বার মারধর করে।
তিনি আরো জানান, এই ঘটনার সাথে জড়িত আমার চতুর্থ ছেলে আবুল হোসেনের স্ত্রী রিনা বেগম (৩৬) ও তার মেয়ে আঁকি আক্তার (২১)।
পিতার উপর পূত্রের এই জঙ্ঘতম ঘটনার দৃষ্টান্ত মূলক বিচার দাবী করেন এলাকাবাসী।
চরজব্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউল হক তারিক খন্দকার বিটিসি নিউজকে জানান, এই ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.