সুবর্ণচরে বিনামূল্যে সরিষা বীজ বিতরণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সুবর্ণচরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা বাস্তবায়নে অনাবাদি পতিত জমিকে চাষের আওতায় আনা ও শস্য নিবিড়তা বৃদ্ধির লক্ষ্যে কৃষক কৃষাণীদের মাঝে বিনামূল্যে রবি ফসল সরিষা বীজ বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার (১৭ নভেম্বর) বিকাল ৩ টায় উপজেলা চর জব্বর ইউনিয়নের জাহাজমারা ব্লকের আরসি সমাজ মার্কেট এলাকায় প্রান্তিক কৃষকদের মাঝে এই বীজ বিতরণের উদ্ভোধন করেন উপজেলা কৃষি অফিসার মোঃ হারুন অর রশিদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মায়দুল হাসান, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ মনিরুল ইসলাম ও উপকারভোগী কৃষকবৃন্দ।
উপজেলা কৃষি অফিসার মোঃ হারুন অর রশিদ বলেন, সুবর্ণচর উপজেলায় আবাদি জমির পরিমান ৪০ হাজার ৫০০ হেক্টর। রবি মৌসুমে ৩৪ হাজার ৭৮০ হেক্টর জমিতে বিভিন্ন ফসলের আবাদ হয়।
তিনি আরো বলেন, উপজেলা কৃষি অফিসের উদ্যোগে চলতি বছরে প্রায় ১ হাজার জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এর মাধ্যমে ২০২১-২২ অর্থ বছরে উপজেলা প্রায় ১৩৩ হেক্টর জমিতে সরিষার আবাদ হবে। যা বিগত বছরের তুলনায় ১১৩ হেক্টর বেশি।
আগামী বছর গুলোতে সুবর্ণচরের কৃষকের উৎপাদিত বীজ দ্বারা আরো বেশি পরিমান এলাকায় সরিষার আবাদ সম্প্রসারণ সম্ভব হবে। আমরা আশা করি ৫ বছর মেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সুবর্ণচরের অনাবাদি জমিকে আবাদি জমিতে রূপান্তর করা সম্ভব হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.