সুবর্ণচরে বনায়ন প্রকল্প পরিদর্শন করে ক্লাইমেট পারফরমেন্স অডিট টিম

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সুবর্ণচরে এসএফপিসির আওতায় বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন চর’সহ উপকূলীয় এলাকার বনায়ন প্রকল্প গতকাল শনিবার (২৭ নভেম্বর) পরিদর্শন করেন ক্লাইমেট পারফরমেন্স অডিট টিম।
এসময় পরিদর্শনে উপস্থিত ছিলেন, ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস মোঃ এ.কে আজাদ খান, ময়মনসিংহ এর মো: এএন্ডএও অডিট জুলফিকার আলী, জেলার সহকারী বন সংরক্ষক কর্মকর্তা কাজী তারিকুর রহমান, উপজেলা বন কর্মকর্তা মো: মোশাররফ হোসেন এবং বন বিভাগের উপকারভোগীগণ।
বনায়ন কার্যক্রম পরিদর্শন শেষে মো: এ.কে আজাদ খান বলেন, বাগানগুলো খুবই সুন্দর, ব্যতিক্রমী এবং ফলদ-বনজ-ভেষজ প্রজাতির শতভাগ চারা বিদ্যমান রয়েছে এছাড়াও চারার বৃদ্ধি খুবই সন্তোষজনক বলেও জানান তিনি।
উপজেলা বন কর্মকর্তা মো: মোশাররফ হোসেন জানান, উপজেলার ২০২০-২১ অর্থ বছরের চর আমান উল্যাহ ইউনিয়নে সৃজিত ৩০ সিডলিং কিলোমিটার স্ট্রীপ বাগান এবং ১০০টি বসতবাড়ী বনায়ন পরিদর্শন করে।
এছাড়াও তিনি আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগ হতে মানুষের জানমাল রক্ষা এবং দরিদ্র জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে আমরা সামাজিক বনায়নের মাধ্যমে সুবর্ণচর উপজেলাকে সবুজায়ন তথা সবুজ বেষ্টনী সৃজনের উদ্যোগ গ্রহণ করেছি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.