সুবর্ণচরে প্রবীণ সাংবাদিক আবদুল কাইয়ুমের স্মরণে শোক সভা ও দোয়া অনুষ্ঠান

নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল মাইটিভি’র সুবর্ণচর উপজেলা প্রতিনিধি আবদুল কাইয়ুমের মৃত্যুতে এক শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে সুবর্ণ প্রেসক্লাবের আয়োজনে সুবর্ণচর উপজেলার চরবাটা খাসেরহাট রাস্তার মাথা রাব্বানী প্লাজার দ্বিতীয় তলায় প্রেসক্লাব মিলনায়তনে এ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ক্লাবের অর্থ সম্পাদক খন্দকার মো. দিদারুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সুবর্ণ প্রেসক্লাবের উপদেষ্টা মো. হুমায়ুন কবির, সভাপতি মো. নিজাম উদ্দিন, সহ-সভাপতি হামিদ উল্যাহ, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল আজিজ, সহ-সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতি বিষয়ক সম্পাদক হানিফ মাহমুদ, প্রচার ও দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল শিমুল, সদস্য রেদোয়ান হোসেন, ফরকান আলী সুজন ও হাসান মাহমুদসহ আরো অনেকে।
সুবর্ণ প্রেসক্লাবের সভাপতি মো. নিজাম উদ্দিন বলেন, লর্ড লিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মরহুম আবদুল স্যার একজন অতান্ত ভালো মানুষ ছিলেন। দীর্ঘদিন তিনি কিডনি ও লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। তবে শিক্ষকতার চেয়ে সাংবাদিকতায় তিনি বেশ পরিচিত ছিলেন। গত ১৭ জানুয়ারি দুপুর ২ টায় উনার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। আমরা উনার জন্য আল্লাহর নিকট দোয়া করি। আল্লাহ যেনো উনাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। উনার মৃত্যুে আমরা গভীর ভাবে শোকাহত।
অনুষ্ঠান শেষে সাংবাদিক মরহুম আবদুল কাইয়ুমের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে এই শোক সভা সমাপ্তি হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.