সুবর্ণচরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গাড়ি চালক সমিতির সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নোয়াখালী প্রতিনিধি: করোনার সংক্রমণ বেড়া যাওয়ায় সারা দেশে একযোগে সরকার ঘোষিত লকডাউনের ৬ষ্ঠ দিনে সুবর্ণচর উপজেলার সিএনজি ও অটোরিকশা চালক সমিতির সকল সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
গতকাল মঙ্গলবার (০৬ জুলাই) সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন ধাপে ধাপে এই বিতরণের কার্যক্রম সম্পন্ন করেন।
এই সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: কাউছার আহমেদ’সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
বিতরণে সহযোগীতা করেন আনসার বাহিনী ও সুবর্ণচরের রোভার স্কাউট সদস্য বৃন্দ।
উপজেলার নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা জানান, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত লকডাউনে সুবর্ণচর উপজেলার সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে (০৬ জুলাই) উপজেলার সিএনজি চালক ১৭৮ জন, অটোরিকশা চালক ১৬০ জন এবং জেলাপ্রশাসক হতে ৩৩৩ নম্বরে কলে ৩১ জন, উপজেলায় ৩৩৩ কল আসা ৫ জন’সহ মোট আজ ৩৭৪ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি আরো জানান, এছাড়া উপজেলার বিভিন্ন হাট বাজারে গিয়ে গাড়ি চালক সমিতির সদস্যদের হাতে এই উপহার তোলে দেওয়া হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.