সুবর্ণচরে পোল্ট্রি ফিড কারখানায় অভিযান, ২০ হাজার টাকা অর্থদণ্ড

নোয়াখালী প্রতিনিধি:  নোয়াখালী সুবর্ণচরে নূরানী গ্রুপের পোল্ট্রি ফিডের লাইসেন্স নবায়ন না থাকায় নগদ ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ নভেম্বর) বিকালে সুবর্ণচর উপজেলা বাজার (হালিম বাজার) নূরানী গ্রুপ কাশেম মিয়ার পোল্ট্রি ফিডের কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
চরজব্বর থানা পুলিশের সহযোগীতায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সক্লুসিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা। এসময় অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. ফখরুল ইসলাম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সক্লুসিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা বলেন, নূরানী গ্রুপ কাশেম মিয়ার পোল্ট্রি ফিড কারখানায় পোল্ট্রি ফিড উৎপাদনের লাইসেন্স নবায়ন না থাকায় মৎস্য পশুখাদ্য আইন ২০১০এর (২০) ধারায় এ প্রতিষ্ঠানকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে তিনি আরো বলেন, এমন অনিয়মকারীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
নোয়াখালী সুবর্ণচরে নূরানী গ্রুপের পোল্ট্রি ফিডের লাইসেন্স নবায়ন না থাকায় নগদ ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.