সুবর্ণচরে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে পরার্থ ফাউন্ডেশন

নোয়াখালী প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালী সুবর্ণচরে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে “পরার্থ ফাউন্ডেশন” নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।
শনিবার (৩০ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলার ৪নং চর ওয়াপদা ইউনিয়নের থানার হাট এলাকায় এই ঈদ সামগ্রী বিতরণ করেন।
এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উদ্যোক্তা মোহাম্মদ দিদারুল ইসলাম অপু এবং সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন, আহমেদ রুবেল, আব্দুল কাদের, মোয়াজ্জেম হোসেন বিজয়, আব্দুল আল মামুন, মোঃ সাহেদ, দ্বীন ইসলাম, আমজাদ হোসেন রাকিব, নেয়ামত হোসেন, মোঃ আক্তার সহ প্রমুখ।
গত বছরের ন্যায় এবারও সমাজের হতদরিদ্র অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে পরার্থ ফাউন্ডেশন৷ এবং ফাউন্ডেশনে সদস্যরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে এই ঈদ সামগ্রীর প্যাকেট তুলে দিয়ে পুনরায় মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে৷
এসময় দিদারুল ইসলাম অপু বলেন, পরার্থ ফাউন্ডেশন অতীতে সমাজের স্বেচ্ছাসেবামুলক কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে৷
এসময় তিনি সংগঠনের সদস্যদের পক্ষ থেকে সংগঠনের সকল শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের কে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন৷
উল্লেখ্য, পরার্থ ফাউন্ডেশন প্রতিষ্ঠার শুরু থেকেই এলাকায়, শিক্ষা সংস্কৃতি ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে৷ তারই ধারাবাহিকতায় গত বছরও এলাকায় হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়৷ এবছর ও তার ব্যতিক্রম করেনি সংগঠনের সদস্যরা৷ ঈদের হাসির সবার মুখে ছড়িয়ে দিতে তাদের এই উদ্যোগ, এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সমাজের সুশীল শ্রেণীর ব্যক্তিত্বরা৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.