সুবর্ণচরে তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সুবর্ণচরে দক্ষিণ চরক্লার্ক কেরানি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র তিন শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ জুলাই) সকালে উপজেলার দক্ষিণ চরক্লার্ক কেরানি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আয়োজনেনএ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদায়কৃত শিক্ষকগণ হলেন, প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মো. ইসমাইল হোসেন, ধনেশ্বর মজুমদার, অজিত রঞ্জন মজুমদার।
প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদে সভাপতি মো. নেছার উদ্দিনের সঞ্চালনায় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গৌরাঙ্গ কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবু জাহের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুহাম্মদ  মুহীউদ্দিন, উপজেলা ইন্সট্রাক্টর অফিসার মো. আবদুল মতিন, চরক্লার্ক ইউপি’র চেয়ারম্যান মো. আবুল বাসার, সাবেক ইউপি চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন, চরক্লার্ক ইউপি’র আওয়ামী লীগের সভাপতি ও বাংলা বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. হানিফ চৌধুরী, চরক্লার্ক বিএনপি’র সভাপতি বশির আহম্মদ, লর্ড লিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বিকাশ কান্তি দেবনাথ।
এসময় প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুর রহমান জিহাদ, মাহমুদ উল্যাহ, মো. ইদ্রিস আলম, আবদুর রহমান জিল্লু, ইসমাইল উদ্দিন বাবর, মোঃ মহিন উদ্দিন সোহাগ, আলমগীর হোসেন, কাউছার আহম্মেদ সহ, প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিসহ শিক্ষার্থীরা।
বক্তারা বিদায়ী চার জন শিক্ষকের দীর্ঘ কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.