সুবর্ণচরে জাতীয় ইঁদুর নিধন অভিযান অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সুবর্ণচরে “জাতীয় সম্পদ রক্ষার্থে ইঁদুর মারি একসাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ইঁদুর নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলার কৃষি অফিসারের কার্যালয়ে কৃষক প্রশিক্ষণ হল রুমে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অফিসার মো: হারুন অর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ফরহাদ হোসেন বাহার চৌধুরী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: মায়দুল হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তাছলিমা ফেরদৌস, মৎস্য কর্মকর্তা মো: খোরশেদ আলম খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: কাউছার আহম্মেদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: কামাল উদ্দিন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও মাঠ পর্যায়ের কৃষকরা।
উপজেলা কৃষি অফিসার মো: হারুন অর রশিদ জানান, আজকের এই প্রোগ্রামের মধ্যদিয়ে জাতীয় ইঁদুর নিধন কার্যক্রমের অভিযান আগামী ১০ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। এবং যে সকল কৃষক এই সময়ের মধ্যে যত বেশি ইঁদুর নিধন করতে পারবে তাদেরকে পুরস্কৃত করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.