সুবর্ণচরে গণধর্ষণ ও নির্যাতিতার পাশে বামজোটের নেতারা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে স্বামী-সন্তানদের বেঁধে গণধর্ষণ ও নির্যাতনের শিকার গৃহবধূকে আজ শুক্রবার দুপুরে দেখতে গিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলির সদস্য লক্ষ্মী চক্রবর্তীর নেতৃত্বে নোয়াখালী জেনারেল হাসপাতালে যান বাম জোটের একটি প্রতিনিধি দল।

এসময় তারা ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসা ও দোষীদের বিচারে সহযোগিতার আশ্বাস দেন।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর দিবাগত মধ্য রাতে নোয়াখালীর সূবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের চরবাগ্গা গ্রামে স্বামী-সন্তানকে বেঁধে চার সন্তানের জননীকে (৩২) গণধর্ষণের ঘটনা ঘটেছে। বিরোধী দলকে ভোট দেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বামী।

এ ঘটনায় দায়ের করা মামলায় নয় আসামীর মধ্যে ‘মূল ইন্ধনদাতা’ সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. রুহুল আমিনসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.