সুবর্ণচরে কৃষি মেলার উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি: “কৃষক উপকৃত হলে দেশ উপকৃত হবে” এ শ্লোগানে নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্রগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সুবর্ণচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৪-১৬ জুন-২০২২ এর তিন দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসার মো. হারুন অর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবতায় কর্মকর্তা কাউছার আহম্মদ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার শাহ পরান সোহাগ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মায়দুল হাসান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. কামাল উদ্দিন।
এছাড়াও সাংবাদিকগণ, উপজেলার বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ, কৃষি অফিসের কর্মচারীসহ কৃষক-কৃষাণী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সুবর্ণচরের মানুষ কৃষি নির্ভরশীল। কৃষক উপকৃত হওয়ার জন্য সরকার কৃষকদের জন্য ৭০% ভর্তুকিতে সারসহ বিভিন্ন কৃষিযন্ত্রপাতি বিতরণ করেন। আজকের এ কৃষি মেলার মধ্য দিয়ে প্রতিটি স্টলে কৃষির সব ধরনের কার্যক্রম উপস্থাপন করায় অন্যান্যরাও কৃষির প্রতি উদ্বুদ্ধ হবেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.