সুবর্ণচরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে “কৃষিই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে কৃষকদের মাঝে বীজ, সারসহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুবর্ণচর শাখা।
আজ সোমবার (১২ এপ্রিল) সকালে সুবর্ণচর উপজেলার কৃষক প্রশিক্ষণ হল রুমে এ সব উপকরণ বিতরণ করা হয়।
সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার এএসএম ইবনুল হাসান ইভেনের সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনম খায়রুল আনম চৌধুরী সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো:হারুন অর রশিদ,প্রাণী সম্পদ অফিসার তাছলিমা ফেরদৌসি, চর ওয়াপদা ইউনিয়ন চেয়ারম্যান মনির আহাম্মদসহ প্রমুখ।
বীজ, সারসহ অন্যান্য কৃষি উপকরণ কৃষকদের মাঝে বিতরন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন,উপজেলা কৃষি সহকারী মো: আবদুল আজিজ।
কৃষি অফিসার কৃষিবিদ হারুন অর রশিদ তার বক্তব্যে বলেন, এই উপজেলায় ১ হাজার কৃষকদের মাঝে ক্রমান্বয়ে বীজ,সার ও কৃষি উপকরণ বিতরণ করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.