সুবর্ণচরে “কল্যাণের শপথ যুব সংঘ”র উদ্যোগে মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ

নোয়াখালী প্রতিনিধি: দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় ধাপে সরকার ঘোষিত লকডাউনে জুম্মা নামাজের মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ করেছে “কল্যাণের শপথ যুব সংঘ” সংগঠন।
শুক্রবার (৯ এপ্রিল) বেলা ১টার দিকে নামাজে পূর্বে ও শেষে সুবর্ণচর উপজেলার ০৬নং চর আমান উল্যাহ ইউনিয়নের ০৭নং ওয়ার্ড মসজিদ মার্কেট বাইতুল আকসা জামে মসজিদ প্রাঙ্গণে এই মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. শাহেদ উদ্দিন ,সাধারণ সম্পাদক মো. মামুন, অর্থ সম্পাদক মো. শাহাদাত হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক মো. জাহেদ হাসান, প্রচার ও সাহিত্য সম্পাদক ইব্রাহিম খলিল শিমুল সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
মাস্ক বিতরণ শেষে সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম বাহারের অনুমতিক্রমে সাধারন সম্পাদক মো. মামুন বলেন, বৈশ্বিক করোনা মহামারীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণ মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাওয়ায় সরকার দ্বিতীয় ধাপে লকডাউন ঘোষণা করেছে। এমন্ত অবস্থায় আমরা “কল্যাণের শপথ যুব সংঘ” সংগঠনের সদস্যরা জনসাধারনকে সচেতন করতে কাজ করে যাচ্ছি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.