সুবর্ণচরে ওয়ারেন্টভুক্ত দুর্ধর্ষ ডাকাত আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর থেকে অস্ত্র মামলার ওয়ারেন্টভূক্ত আসামী দুর্ধর্ষ ডাকাত খোকন (৫০) কে আটক করেছে চরজব্বর থানা পুলিশ।
আটককৃত খোকন লক্ষীপুর জেলার রামগতি উপজেলার গজারিয়া এলাকার ইসলাম মিয়ার ছেলে।
আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারী) দুপুর ১২টায় আটককৃত খোকনকে আদালতে সোপর্দ করা হয়।
এর আগে, গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুবর্ণচরের চরহাসান গ্রামের ভুইঞারহাট থেকে তাকে আটক করে পুলিশ। সে চরজব্বর থানার একটি অস্ত্র মামলার আদালত কর্তৃক ওয়ারেন্টভূক্ত আসামী।
চরজব্বর থানার ওসি (তদন্ত) মো. ইব্রাহিম খলিল আটকের সত্যতা বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করে জানান, তাকে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.