নোয়াখালী জেলা প্রতিনিধি: আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে নোয়াখালী সুবর্ণচরে সনাতন ধর্মালম্বী সকল জনসাধারণ ও নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চরবাটা আর. জি উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাবিদ দিলীপ চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হানিফ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে যোগদানের সময় নেতাকর্মীরা বিভিন্ন ব্যানারে স্লোগান মুখর মিছিলের মাধ্যমে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে আগত অতিথিদেরকে সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে যোগ্য নেতৃত্বের বিষয়ে বিভিন্ন আলোচনা করেন।
প্রসঙ্গত, প্রথম ধাপে আগামী ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.