সুবর্ণচরে ইউপি নির্বচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মাঠ পর্যায়ে তদন্ত শুরু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সুবর্ণচরের চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে ১ম ধাপের ইউপি নির্বানকে কেন্দ্র করে ইউপি সদস্য প্রার্থীর সমর্থককে পিটিয়ে আহতের ঘটনায় নোয়াখালী জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মাঠ পর্যায়ে তদন্ত করেছেন।
আজ বুধবার (১৩ই অক্টোবর) দুপুরে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন পুলিশ সুপার এএমএম সাইফুল আলম খান।
জানা গেছে, গত শুক্রবার (১৭ই সেপ্টেম্বর) উপজেলার চরমজিদের স্থানীয় আজহার কেরানীর বাড়ির পাশে দুপুরে স্থানীয় ইউপি সদস্য প্রার্থী আকবর হোসেন শাহনাজের সমর্থক হারুনুর রশীদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহাদাৎ হোসেন সম্রাটকে একা পেয়ে মারধর করে বিরোধী প্রার্থী আবু বকর ছিদ্দিক নিজাম উদ্দিনের সমর্থকরা।
অভিযুক্ত হামলা কারীরা হলেন, একই এলাকার মো.নুর উদ্দিন, জাকের হোসেন, জাবেদ মাহমুদ, আবু তাহের, আজাদ কেরানী, আজাদ, সালাহ উদ্দিন ও নুরনবী।
পরে সেখান থেকে থেকে তুলে নিয়ে আবু বকর ছিদ্দিক নিজাম উদ্দিনের স্থানীয় জনতা বাজার নির্বাচনী অফিসেও মারধরের অভিযোগ করেন শিক্ষক সম্রাট।
এ সময় জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার এএমএম সাইফুল আলম খান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ঘটনার সুস্থ তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এসময় আরোও উপস্থিত ছিলেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, উপজেলা শিক্ষক সমিতি সভাপতি সামছুজ্জামান নিজাম’সহ প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.