সুবর্ণচরে অসুস্থ শকুনকে চিকিৎসা দিয়ে সুস্থ করে অবমুক্ত করল প্রশাসন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সুবর্ণচরে অসুস্থ এক শকুনকে ৮ দিন চিকিৎসা অবস্থায় রেখে সুস্থ হওয়ার পর অবমুক্ত করলেন উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪ টায় উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যার উপস্থিতিতে এই শকুনটি অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাইছার আহমেদ, উপজেলা বন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন’সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
উপজেলা বন কর্মকর্তা জানান, গত ২০ ডিসেম্বর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের হাজী ইদ্রিস বাজার এলাকা থেকে শকুনটি অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ অনুযায়ী উপজেলা বন বিভাগের সহযোগীতায় ৮দিন চিকিৎসা সেবা প্রদানের পর শকুনটি  উপজেলা চত্তরে অবমুক্ত করা হয়।
তিনি আরো বলেন, এই শকুনটি আইইউসিএন (International Union For Conservation of Nature) এর লাল তালিকাভুক্ত যা দুর্লভ প্রজাতির।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.