সুবর্ণচরে অবৈধ মৎস্য হ্যাচারিতে অর্ধলক্ষ টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে নিবন্ধনবিহীন মৎস্য হ্যাচারি পরিচালনায় করায় ইয়ন গ্রুপ নামের এক প্রতিষ্ঠানকে নগদ অর্ধলক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামে বাসার চেয়ারম্যান বাজার সংলগ্ন ইয়ন গ্রুপ নামে এ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
চরজব্বর থানা পুলিশের সহযোগীতায় অভিযান পরিচালনা করেন সুবর্ণচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা। এসময় উপজেলা মৎস কর্মকর্তা মো. খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা বলেন, মৎস্য অধিদপ্তরের নিবন্ধন ছাড়া হ্যাচারি পরিচালনার অভিযোগে মৎস্য হ্যাচারি আইন, ২০১০ এর আওতায় এ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও তিনি আরো বলেন, এমন অনিয়মকারীর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.