BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সুপার কাপের পর কোপাতেও জয়, টানা ১০ ম্যাচ জিতল বার্সেলোনা

সুপার কাপের পর কোপাতেও জয়, টানা ১০ ম্যাচ জিতল বার্সেলোনা

বিটিসি স্পোর্টস ডেস্ক: প্রথমার্ধে নিষ্প্রভ ফুটবল খেললেও বিরতির পর চেহারা পাল্টে ফেলে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে ফেররান তরেসের গোলে এগিয়ে যায় হান্সি ফ্লিকের দল।

যোগ করা সময়ের শেষ মুহূর্তে লামিনে ইয়ামালের গোল জয় নিশ্চিত করে। রেসিং সান্তান্দেরকে ২-০ গোলে হারিয়ে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিল শিরোপাধারীরা।

বৃহস্পতিবার রাতে দ্বিতীয় স্তরের দল রেসিং সান্তান্দেরের মাঠে শেষ ষোলোর ম্যাচে এই জয় পায় বার্সেলোনা। রেয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জয়ের মাত্র তিন দিন পর মাঠে নেমে কাঙ্ক্ষিত জয় তুলে নেয় কাতালান ক্লাবটি। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাদের টানা দশম জয়।

পুরো ম্যাচে ৭৭ শতাংশ সময় বল দখলে রেখে বার্সেলোনা নেয় ১৭টি শট, যার ৭টি ছিল লক্ষ্যে। অন্যদিকে রেসিং নেয় ৬টি শট, এর মধ্যে ৩টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

স্টেডিয়ামের আশপাশে নিরাপত্তাজনিত কারণে নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর ম্যাচ শুরু হয়। সুপার কাপ জয়ের স্বীকৃতি হিসেবে মাঠে নামার আগে বার্সেলোনার খেলোয়াড়দের ‘গার্ড অব অনার’ দেয় স্বাগতিক রেসিং।

লা লিগা-২ এর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রেসিং নবম মিনিটেই বার্সেলোনার রক্ষণে আতঙ্ক ছড়ায়। সুলেমান কামারার শট ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান গোলরক্ষক হোয়ান গার্সিয়া। ২১তম মিনিটে গুলিয়াশভিলির শট সরাসরি গোলরক্ষকের হাতে যায়। প্রথমার্ধে এটুকুই ছিল স্বাগতিকদের আক্রমণাত্মক প্রচেষ্টা।

অন্যদিকে, প্রথমার্ধে প্রায় ৮২ শতাংশ বল দখলে রেখেও স্পষ্ট সুযোগ তৈরি করতে ব্যর্থ হন লামিনে ইয়ামাল ও মার্কাস র‍্যাশফোর্ডরা। এই সময়ে বার্সেলোনা ৫টি শট নিলেও মাত্র একটি লক্ষ্যে রাখতে পারে। বিরতির ঠিক আগে র‍্যাশফোর্ডের শট ডিফেন্ডারের পায়ে লেগে গোলরক্ষকের হাতে জমা পড়ে।

বিরতির পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নেয় বার্সেলোনা। ৪৭তম মিনিটে ইয়ামালের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। দুই মিনিট পর ইয়ামালের থ্রু বল থেকে র‍্যাশফোর্ডের শট দুর্দান্তভাবে ঠেকান রেসিং গোলরক্ষক। কিছুক্ষণ পর ইংলিশ ফরোয়ার্ডের আরেকটি শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।

৬৬তম মিনিটে অবশেষে লিড পায় বার্সেলোনা। মাঝমাঠ থেকে দারুণ পাস দেন ফের্মিন লোপেস। প্রতিপক্ষকে পেছনে ফেলে বক্সে ঢুকে পড়েন ফেররান তরেস। এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দিয়ে ফাঁকা জালে বল পাঠান এই স্প্যানিশ ফরোয়ার্ড।

গোলের পরপরই তরেস, র‍্যাশফোর্ড ও দানি ওলমোর জায়গায় রবের্ত লেভানদোভস্কি, রাফিনিয়া ও পেদ্রিকে মাঠে নামান কোচ হান্সি ফ্লিক।

৭৯তম মিনিটে লোপেস ও লেভানদোভস্কির শট রেসিংয়ের গোলরক্ষক প্রতিহত করেন। এর আগে ও পরে দুবার বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয় স্বাগতিকদের।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় রেসিং। ওয়ান-অন-ওয়ানে মানেক্স লোসানোর শট দারুণভাবে ঠেকিয়ে দলকে বাঁচান গোলরক্ষক গার্সিয়া।

পরের মিনিটেই ম্যাচের শেষ পেরেক বসান লামিনে ইয়ামাল। ডান দিক দিয়ে বক্সে ঢুকে রাফিনিয়াকে পাস দেন তিনি। সতীর্থের ফিরতি পাস কাছ থেকে জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন স্প্যানিশ বিস্ময়বালক।

এই জয়ে কোপা দেল রের শেষ আটে আথলেতিক বিলবাও, আলাভেস, আলবাসেতে, আতলেতিকো মাদ্রিদ, রেয়াল বেতিস, রেয়াল সোসিয়েদাদ ও ভালেন্সিয়ার সঙ্গে যোগ দিল বার্সেলোনা।

আগামী রোববার লা লিগায় রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামবে ইয়ামাল-রাফিনিয়াদের দল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও জাদুঘরে ই-টিকিটিং সেবা চালু পুতিন-নেতানিয়াহু ফোনালাপ: ইরান ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নিশ্চিতের আহ্বান রাশিয়ার গ্রিনল্যান্ডের নিরাপত্তা ন্যাটোর সামষ্টিক দায়িত্ব : ডেনিশ প্রধানমন্ত্রী গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া : বললেন স্বাস্থ্য উপদেষ্টা চীনের সঙ্গে নতুন কৌশলগত অংশীদারত্বে কানাডা, শুল্ক কমানোর ঘোষণা মাচাদোকে ‘অসাধারণ নারী’ বলে ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ থাইল্যান্ডে আবারও নির্মাণাধীন ক্রেন ভেঙে পড়ে নিহত-২ দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’