সুন্দর নখ সব মেয়েদের শখ

বিটিসি নিউজ ডেস্কসুন্দর নখ সব মেয়েদের শখ । অনেকের হাতের নখই নানা কারণে নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। নখের যত্নের জন্য আমাদের প্রাত্যহিক জীবনে কোন সময় নেই বললেই চলে।

আসুন জেনে নেই সুন্দর নখ পেতে কী করণীয়:

#  অ্যাপেল সিডার ভিনেগার:

ভঙ্গুর নখের জন্য অ্যাপেল সিডার ভিনেগার বেশ কার্যকরী। এতে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন ইত্যাদি উপাদান। এর ম্যালিক এসিড ও মেকটিক এসিড নখ ভালো রাখতে সাহায্য করে।

#  যেভাবে ব্যবহার করবেন:

একটি পাত্রে অ্যাপেল সিডার ভিনেগার নিয়ে সঙ্গে পানি মেশান। এই মিশ্রণে কিছুক্ষণ হাত ডুবিয়ে রাখুন। এরপর হাত ধুয়ে ফেলুন। হাতের নখ ভালো রাখতে চাইলে প্রতিদিন ২/৩ বার এই পদ্ধতিটি কাজে লাগান, উপকার পাবেন।

#  ভিটামিন ই অয়েল:

নখ ভেঙে যাওয়ার পেছনে একটি উল্লেখযোগ্য কারণ হলো ময়েশ্চাইজারের অভাব। ভিটামিন ই তে রয়েছে এমন সব উপাদান রয়েছে যা নখে পুষ্টি যুগিয়ে নখকে শক্ত করে।

#  যেভাবে ব্যবহার করবেন:

একটি ভিটামিন ই ক্যাপসুল থেকে নির্যাস বের করে নিন। রাতে ঘুমানোর আগে হাতের নখে এই তেল মেখে নিন। কিছুক্ষণ ম্যাসেজ করুন যেন ভালোভাবে রক্ত প্রবাহিত হয়। প্রতিদিন এই পদ্ধতি কাজে লাগালে দুই সপ্তাহ পরেই নখে পরিবর্তন আসবে।

তবে আর দেরী কেন? আজ থেকেই নখের যত্নে কাজে লাগান এই দুটি উপাদান আর পান সুন্দর নখ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.