সুন্দরবন থেকে দুই বনদস্যু গ্রেপ্তার সহ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের পূর্ব সুন্দরবনের অভিযান চালিয়ে দুই বনদস্যুকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যমতে সুন্দরবনের অভ্যন্তর অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

সোমবার (১৯ জুন) গভীর রাতে সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।
আটকৃত বনদস্যরা হচ্ছেন, জেলার শরণখোলা উপজেলার জয়নাল সরদারের ছেলে ইসমাইল হোসেন (৩৫) ও একই এলাকার আশরাফ আলী মুন্সির ছেলে রেজাউল মুন্সী।
মঙ্গলবার (২০ জুন) বিকেলে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার কে এম আরিফুল হক।
তিনি জানান, দস্যুমুক্ত সুন্দরবনে সম্প্রতি কিছু বনদস্যু বাহিনী তৎপরতা শুরু করে। সম্প্রতি সুন্দরবন সংলগ্ন এলাকায় নতুন করে এসব বনদস্য বাহিনী জেলে অপহরণ করে মুক্তিপন দাবী করে। এরপর থেকে পুলিশ সুন্দরবন সংলগ্ন এলাকায় নজরদারি বৃদ্ধি করে। এরই পরিপেক্ষিতে গতকাল গভীর রাতে সুন্দরবন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুই বনদস্যুকে আটক করে পুলিশ।
এসময় তাদের দেওয়া তথ্য অনুযায়ী সুন্দরবনের শরণখোলা রেঞ্জের পাথুরিয়া নদীর পূর্বপাড়ে গভীর বন থেকে তিনটি একনালা বন্দুক, ১০ রাউন্ড গুলি, দুটি দা, ১টি হাতুড়ি, বাজি ফুটানোর যন্ত্র ও একটি ছাতা উদ্ধার করা হয়।
এ ঘটনায় শরণখোলা থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত বনদর্শীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে পুলিশের এ অভিযান অভ্যাহত থাকবে বলে জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.