সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধ করতে হবে : বনমন্ত্রী

ঢাকা প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার কথা আমি আর শুনতে চাই না। বিষ দিয়ে মাছ ধরা বন্ধ করতে হবে। বিষ দিয়ে কেন মাছ ধরবে? মাছ ধরার জন্য জাল আছে। জাল দিয়ে মাছ ধরবে। ’
আজ বুধবার (০৩ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁও বনভবন হৈমন্তী মিলনায়তনে ‘বিশ্ব বন্যপ্রাণী দিবস-২০২১’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘প্রতিমন্ত্রীর কাছে শুনলাম, সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা হচ্ছে। কেন বিষ দিয়ে মাছ ধরা হবে? সরকারি বাহিনী ও বনবিভাগের কর্মকর্তারা থাকতেও বিষ দিয়ে মাছ ধরা হবে। সে মাছ আবার মানুষ খাবে। তাহলে মানুষের জীবনের নিরাপত্তা কোথায়?’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.