খুলনা ব্যুরো:সুন্দরবনের পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের কোবাদক ফরেস্ট স্টেশনের বন রক্ষীদের অভিযানে ৫০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় একটি নৌকাও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে মায়ের খাল এলাকায় টহল দেওয়ার সময় বন বিভাগের সদস্যরা চোরা শিকারিদের উপস্থিতি টের পান। তবে তাদের ধাওয়া করলে শিকারিরা দ্রুত নদীতে ঝাঁপ দিয়ে গভীর বনে পালিয়ে যায়।
কোবাদক ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, “আমরা টহল দেওয়ার সময় একটি সন্দেহভাজন নৌকা দেখতে পাই এবং ডাক দিলে তারা পালিয়ে যায়। পরে নৌকায় গিয়ে দেখি সেখানে ৫০ কেজি হরিণের মাংস রয়েছে। তাৎক্ষণিকভাবে মাংস উদ্ধার করা হয় এবং নৌকাটি জব্দ করা হয়।”
তিনি আরও জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী উদ্ধারকৃত মাংস মাটিতে পুঁতে বিনষ্ট করা হবে। পাশাপাশি এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবনে চোরা শিকারিদের দৌরাত্ম্য রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তবুও চোরাকারবারিরা নতুন নতুন কৌশল অবলম্বন করে বন্যপ্রাণী শিকার করছে, যা বন ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.