সুন্দরবনে পাশ-পারমিট চালু রাখার দাবীতে বাগেরহাটে জেলেদের মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি: ইলিশের প্রজনন মৌসুমে বঙ্গোপসাগর ও উপকুলীয় নদ নদীতে মা ইলিশ রক্ষার জন্য ২২ দিনের অবরোধের সময় সুন্দরবনের অভ্যন্তরে পাশ-পারমিট চালু রাখার দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

আজ রোববার (১১ অক্টোবর) দুপুরে শরণখোলা প্রেসক্লাবের সামনে শতাধিক জেলে ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, মৎস্যজীবি নেতা এমাদুল হক শরিফ, সোলায়মান ফরাজী, জাহাঙ্গীর হাসেন, এসএম মাহাবুব হাসন সেলু প্রমুখ।

বক্তারা বলেন, সুন্দরবনে আমরা যারা মৎস্য আহরন করে জীবিকা নির্বাহ করি । আমাদের কারো ইলিশ জাল নেই। আমরা সাধারণ জেলেরা চরপাটা, চরগড়া ও বড়শি দিয়ে চিংড়ি, পারশে, দাতিনা, কাইনসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরে থাকি। এসব মাছ প্রজননের জন্য ইতিমধ্যে বন বিভাগের পক্ষ থেকে চলতি বছরের জুলাই ও আগস্ট দুই মাস পাশপারমিট বন্ধ রেখেছ।

এছাড়া কয়েক দফা বৈরী আবহাওয়ায় পড়ে মাছ ধরতে যেতে পারিন নাই। কেবল আবহাওয়া অনুকুলে আসায় মাছ ধরার মৌসুম শুরুর সময় মা ইলিশ ধরা বন্ধের অজুহাতে সুন্দরবনে পাশ-পারমিট বন্ধ করা হলে আমাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হবে। বঙ্গোপসাগর ও উপকুলীয় নদ নদীতে ইলিশ বিচরন করে তাই মা ইলিশ ধরা বন্ধ ২২ দিনের অবরোধের সময় সুন্দরবনে পাশ-পারমিট চালু রাখার দাবী জানান তারা।

পরে বাগেরহাট জেলা প্রশাসক ও সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বরাবরে স্বারকলিপি প্রদান করেন জেলেরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.