সুন্দরবনে কুমিরের আক্রমণে নিহত জেলের মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ

বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনে কুমিরের আক্রমণে নিহত জেলে সুভ্রত মণ্ডল (৩২) এর মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টা দিকে করমজল খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির। সুভ্রত মণ্ডল খুলনা জেলার দাকোপ উপজেলার ঢাংমারী এলাকার কুমুদ মণ্ডলের ছেলে।
তিনি পেশায় একজন জেলে এবং সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করতেন।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সুভ্রত ঢাংমারী স্টেশন থেকে রাজস্ব পরিশোধ করে পাশ সংগ্রহ করেন এবং মাছ ধরতে সুন্দরবনে প্রবেশ করেন। ফেরার পথে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল খাল সাঁতরে পার হওয়ার সময় একটি কুমির হঠাৎ তাকে আক্রমণ করে পানিতে টেনে নিয়ে যায়। সঙ্গে থাকা অন্যান্য জেলেরা চেষ্টা করেও তাকে রক্ষা করতে পারেননি।
ঘটনার পর বন বিভাগ ও স্থানীয়রা করমজল খালে তল্লাশি শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা বিটিসি নিউজকে জানান, বিকেল ৫টার দিকে প্রথমবার এবং সাড়ে ৫টার দিকে দ্বিতীয়বার কুমিরটি খালে সুভ্রতের মরদেহ মুখে নিয়ে ভেসে উঠেছিল।
করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বিটিসি নিউজকে বলেন, সুভ্রত মণ্ডল ঢাংমারী স্টেশন থেকে পাশ কেটে আমুরবুনিয়া গ্রাম হয়ে জোংড়ায় মাছ ধরতে গিয়েছিলেন। ফেরার সময় করমজল খাল পার হওয়ার সময় কুমিরের আক্রমণের শিকার হন তিনি। আমরা ঘটনার পর থেখে মরদেহ উদ্ধারে তল্লাশি চলিয়ে রাত সাড়ে ১০টার দিকে সুভ্রতোর মরদেহ উদ্ধার করি।
তিনি আরও বলেন, সুভ্রতের কোনো সন্তান নেই, তবে শুনেছি তার স্ত্রী সন্তানসম্ভবা। গত বছরও একই ভাবে এক জেলে কুমিরের আক্রমণে নিহত হয়েছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.