সুন্দরবনের ভিতর কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবীতে নাটোরে মানববন্ধন

নাটোর প্রতিনিধি: বিদেশী না, উন্মুক্ত না, রপ্তানি না’ এই শ্লোগান নিয়ে সুন্দরবনের ভিতর কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবীতে নাটোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার সকালে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি জেলা শাখার আয়োজনে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহন করে। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সদস্য সুখময় রায় বিপ্লু, বাসদ নেতা দেবাশীষ রায়, সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নান্টু সহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। অথচ এই বৃহৎ ম্যানগ্রোভ বন ধ্বংস করে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

ওই বিদ্যুৎ কেন্দ্রে হাজার হাজার টন কয়লা পুড়ে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করবে। কিন্তু কার স্বার্থে সরকার এই বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিয়েছে তা জনগন জানতে চায়। অবিলম্বে বিদ্যুৎকেন্দ্রটি বাতিল করে সুন্দরবন বাঁচানোর জন্য বক্তারা জোর দাবী জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.