সুন্দরবনের বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে আটক-২

বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে দুই জনকে আটক করেছে বনরক্ষীরা। শনিবার গভির রাতে বনের মরাপশুর খাল থেকে তাদের মালামালসহ আটক করা হয়।
এসময় এদের কাছ থেকে জব্দ করা হয় দুইটি কীটনাশকের বোতল, ১টি নৌকা, নিষিদ্ধ জাল ও ককসিট।
গোপন সংবাদের ভিত্তিত্বে আজ রবিবার (১৪ নভেম্বর) ভোরে সুন্দরবনের নন্দবালা খালে অভিযান চালায় বন বিভাগের স্মার্ট টীম। ওই সময় কীটনাশক দিয়ে মাছ শিকারের সময় হাতে নাতে আটক করা হয় সাদ্দাম হোসেন (২৬) ও ইয়াসিন শেখ (৩২) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক দুই ব্যক্তি মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্দা বলে জানায় বন বিভাগ।
সুন্দরবন চাদপাই রেঞ্জের গুইলশাখালী টহলফাঁড়ি ইনচার্জ শামসুল আরেফিন এতথ্য বিটিসি নিউজকে নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বন আইনে মামলা দায়ের শেষে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.