সুন্দরবনের দুবলার চরে র‌্যাব ক্যাম্পের ভিত্তি প্রস্তর স্থাপন


বাগেরহাট প্রতিনিধি: প্রতিষ্ঠালগ্ন হতে র‌্যাব ফোর্সেস সাধারণ জনগণের নিরাপত্তা ও কল্যাণের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। সুন্দরবনে জলদস্যু ও বনদস্যুদের দমন এবং অভ্যন্তরীণ নিরাপত্তাকে জোরদার এর লক্ষ্যে গত ২০১৭ এর ২১ জুলাই র‌্যাব-৬ এর তত্বাবধানে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলাধিন সুন্দরবনের দুবলারচর এলাকায় অস্থায়ীভাবে একটি ক্যাম্প স্থাপন করা হয়।
খুলনা র‌্যাব-৬ এর মিডিয়া সেল থেকে বুধবার সকালে দেয়া এক মেইল বার্তায় এ তথ্য জানিয়ে বলা হয়।
র‌্যাবের আধিপত্য বিস্তার এবং ক্রমাগত সাঁড়াশি অভিযানের ফলে মোট ৩২৮ জন জলদস্যু বিভিন্ন সময়ে র‌্যাবের কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসে। এ কারনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে ‘দস্যুমুক্ত সুন্দরবন’ হিসেবে ঘোষণা করেন। প্রয়োজনিয়তা ও ভৌগলিক অবস্থানের গুরুত্ব হিসেবে সুন্দরবনের দুবলারচর ক্যাম্পটি স্পর্শকাতর হওয়ায় আরও অধিকতর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দুবলার চরে র‌্যাবের নিজস্ব জায়গায় পরিকল্পিতভাবে র‌্যাব ক্যাম্প স্থাপনের সকল দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন হয়।
র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুবলার চরের র‌্যাবের নিজস্ব ক্যাম্পের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্) কর্ণেল মোঃ কামরুল হাসান পিএসসি, অধিনায়ক খুলনা র‌্যাব-৬ এর অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমদ বিএসপি, পিএসসি, উপ-পরিচালক উন্নয়ন মেজর মোহাম্মদ রকিবুল হাসান পিপিএম (সেবা)সহ আরও অনেকে। পরিশেষে দেশ ও জাতির কল্যান এবং র‌্যাবের সাফল্য কামনা করে দুআ পরিচালনা করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.