সুনামগঞ্জ জেলা শহরের সঙ্গে তাহিরপুরের যানবাহন যোগাযোগ বিচ্ছিন্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের সীমান্ত এলাকার নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে তাহিরপুর উপজেলার আনোয়ারপুর ও পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলা শক্তিয়ারখলা-কৈয়ারকান্দা সড়ক পানিতে ডুবে গেছে। এতে জেলা শহরের সঙ্গে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে, জেলায় যেতে নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে মধ্যনগর, ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার বাসিন্দারা।
সুনামগঞ্জ পাউবো আবহাওয়ার পূর্বাভাসের বরাদ দিয়ে জানিয়েছে, বৃষ্টি অব্যাহত থাকলে পানি আরও বৃদ্ধি পেয়ে জেলার সঙ্গে কয়েকটি উপজেলার যোগাযোগব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন, গেল ২৪ ঘণ্টায় ষোলগড় পয়েন্ট সুরমা নদীর পানি ২১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৩৫ মিলিমিটার।
তিনি আরও জানান, গত বৃহস্পতিবার সুরমা নদীর পানি বিপদসীমার ৫২ সেন্টিমিটারের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী কয়েকদিন টানা বৃষ্টিপাত হবে এতে করে নদ-নদীর পানি কোনো এলাকায় বিপদসীমা অতিক্রম করতে পারে। নিচু এলাকায় বন্যার সম্ভাবনা রয়েছে।
বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কামাল হোসেন বিটিসি নিউজকে জানান, তাহিরপুর বিশ্বম্ভরপুর সড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে ১০০ মিটার সড়ক পানিতে ডুবে যাওয়ায় নৌকা দিয়ে বাঘমারা এলাকায় নৌকা দিয়ে যাওয়ার পর সুনামগঞ্জ সিএনজি দিয়ে যাওয়া যাচ্ছে।
বালিজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাদ হোসাইন বিটিসি নিউজকে জানান, পাহাড়ি ঢলের পানি বৃদ্ধি পাওয়ায় আনোয়ারপুর বাজারের সামনে ব্রিজের সামনের অংশ নিচু থাকায় পানি এখান দিয়ে ভাটির দিকে যাচ্ছে। যার ফলে, নৌকা দিয়ে পারাপার হচ্ছে মানুষ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সুনামগঞ্জ প্রতিনিধি মো. হাবিব সরোয়ার আজাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.