সুনামগঞ্জে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবির সদস্যরা।
রোববার (০৫ জানুয়ারি) ভোরে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবির বিভিন্ন বিওপি টিম।
বিজিবি জানিয়েছে, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৫টি ভারতীয় গরু, ১টি পিকাপ গাড়ি, ৪২২৭ কেজি চিনি, ১ হাজার কেজি কয়লা, ৩০০ কেজি কমলা, ৩৫৭ বোতল মদ, ৩৫০ কেজি পুসকা। এসব মালামালের বাজার মূল্য ৩১ লাখ ৫ হাজার টাকা।
বিজিবির ২৮ ব্যাটালিয়ন সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, জব্দকৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং গরুসহ অন্যান্য মালামাল ও যানবাহন সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সুনামগঞ্জ প্রতিনিধি মো. হাবিব সরোয়ার আজাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.