সুনামগঞ্জে স্পিডবোটের ইঞ্জিন উদ্ধারসহ গ্রেপ্তার-৩

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে একটি স্পিডবোটের ইঞ্জিন চুরির অভিযোগে চোরচক্রের প্রধানসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানার পুলিশ।
শনিবার (২০ এপ্রিল) রাতে কিশোরগঞ্জের তাড়াইল ও ইটনা উপজেলা থেকে দুজন এবং উপজেলার চামরদানী ইউনিয়নের বিছরাকান্দা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চুরি হওয়া স্পিডবোটের ইঞ্জিনটিও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইঞ্জিনের মূল্য দুই লাখ ২০ হাজার টাকা।
গ্রেপ্তাররা হলেন, আবুল জাহার (৩৫), খায়রুল ইসলাম (৪৫) ও সাইফুল ইসলাম (৪২)।
এর আগে গত ১৫ এপ্রিল মধ্যনগর বাজার ঘাট থেকে স্পিডবোটের ইঞ্জিনটি চুরি হয়। এ ঘটনায় স্পিডবোটের মালিক রূপন সরকার (৩৪) বাদী হয়ে মধ্যনগর থানায় অভিযোগ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সুনামগঞ্জ প্রতিনিধি মো. হাবিব সরোয়ার আজাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.