সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে ও সিএনজি চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পাগলাবাজার এলাকার বাঘেরকোনা নামক স্থানে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা আবাদিত কেশবা প্রিয়া (৪০), তার মেয়ে সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী। তারা হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। নিহত সিএনজিচালক সজল ঘোষ সুনামগঞ্জ পৌরশহরের নবীনগর এলাকা বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুনামগঞ্জ থেকে যাত্রীবাহী একটি সিএনজি সিলেটের দিকে যাচ্ছিল। পথে সিলেট থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা এক নারী ও চালকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় কিশোরী প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বিটিসি নিউজকে বলেন, দুর্ঘটনার পর পরই পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উদ্ধার কাজ চালায়। নিহত তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পিকআপের চালককে আটক করা হয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.