সুনামগঞ্জে শুকনো খাবার পাঠাল হবিগঞ্জ জেলা প্রশাসন

হবিগঞ্জ প্রতিনিধি: বন্যাকবলিত মানুষের জন্য ৪০ হাজার প্যাকেট শুকনো খাবার প্রস্তুত করেছে হবিগঞ্জ জেলা প্রশাসন। এর মধ্যে ৫ হাজার প্যাকেট পাঠানো হয়েছে সুনামগঞ্জ জেলায়, সমপরিমাণ পাঠানো হবে সিলেটে।
আর ৩০ হাজার প্যাকেট হবিগঞ্জের সবগুলো উপজেলায় বিতরণ করা হবে।
গতকাল দুপুরে একটি কাভার্ডভ্যানে করে ৫ হাজার প্যাকেট খাবার সুনামগঞ্জে পাঠানো হয়েছে বলে জানান, হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
তিনি বলেন, প্রতিটি প্যাকেটে চিড়া, চিনি, মুড়ি, বিস্কুট, মোমবাতি, পানি বিশুদ্ধকরণ ট্যবলেট, খাবার স্যালাইন ও দিয়াশলাই দেওয়া হয়েছে। ইতোমধ্যে ৫ হাজার প্যাকেট নিয়ে একটি গাড়ি হবিগঞ্জ থেকে সুনামগঞ্জের উদ্দেশে রওয়ানা হয়েছে। সেখানকার প্রশাসনের মাধ্যমে এগুলো বিতরণ করা হবে।
শিগগিরই সিলেটের উদ্দেশে আরও ৫ হাজার প্যাকেট পাঠানো হবে। বাকি ৩০ হাজার প্যাকেট খাবার হবিগঞ্জের সব উপজেলা প্রশাসনকে বিতরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান জানিয়েছেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় নানা ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যে কারো জরুরি ভিত্তিতে খাবারের প্রয়োজন হলে ৩৩৩ হটলাইনে কল দেওয়ার জন্য প্রচার করা হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.