BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী বাস উল্টে মা-মেয়ে নিহত

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী বাস উল্টে মা-মেয়ে নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে আসা পর্যটকবাহী বাস উল্টে মা-মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এনাতনগর এলাকায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুর জেলার দোহালিয়া থানা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মঞ্জরা আক্তার (৩৭) ও মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। তারা ঢাকায় থাকতেন।

জানা গেছে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রির উচ্চ পদস্থ ১১ জন কর্মকর্তা ও তাদের পরিবারের লোকজন সেজুতী ট্রাভেলস নামে একটি বাসে করে ঢাকা থেকে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে সুনামগঞ্জের শান্তিগঞ্জ জেলার পাগলা এনাতনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে রাস্তার পাশের খাদে পরে যায়। এতে বাসে থাকা মোট ৪০ জনের মধ্যে ১২ জন আহত হন এবং মা-মেয়ে নিহত হন। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস, শান্তিগঞ্জ থানা পুলিশ ও জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। আহতদের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সুমন কুমার চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সুনামগঞ্জ প্রতিনিধি মো. হাবিব সরোয়ার আজাদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ