সুদানে সরকার-বিদ্রোহীদের ১৭ বছর ধরে চলা সংঘাত নিরসনে শান্তি চুক্তি সই

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ১৭ বছর ধরে চলা সংঘাত নিরসনে শান্তি চুক্তি করেছে সুদান সরকার এবং দেশটির প্রধান বিদ্রোহী জোট। আজ সোমবার (৩১ আগস্ট) দু’পক্ষের মধ্যে শান্তি চুক্তি সই হয়।

দারফুর এবং সাউথ কোরদোফান অ্যান্ড ব্লু নিলের বিদ্রোহী জোট দি সুদান রিভোলিউশনারি ফ্রন্ট এবং সরকারের মধ্যে এ চুক্তি হয়েছে। প্রতিবেশী দক্ষিণ সুদানের রাজধানী যুবায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ২০১৯ সাল থেকে বিদ্রোহীদের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছিল।

চূড়ান্ত চুক্তিতে অন্যান বিষয়ের সঙ্গে নিরাপত্তা, ভূমির মালিকানা, ক্ষমতার ভাগাভাগি, বিচার নিশ্চিত করা এবং যুদ্ধের কারণে বাস্তুচ্যুতের নিজ বাড়িতে ফেরার বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পায়।

চুক্তি অনুযায়ী বিদ্রোহীদের কোনো গোষ্ঠী বা বাহিনী থাকবে না। তাদের সদস্যরা চাইলে ন্যাশনাল আর্মিতে যোগদান করতে পারবে।

২০০৩ সালে দারফুরে সংঘাত শুরু হয়। জাতিসংঘ বলছে সংঘাতে নিহত হয়েছে প্রায় ৩ লক্ষ মানুষ। সাউথ কোরদোফান এবং ব্লু নিলে সংঘাত শুরু হয় ২০১১ সালে। ১৯৮৩-২০০৫ সালের অমীমাংসিত ইস্যুকে কেন্দ্র করেই নতুন সংঘাতের শুরু হয়।

তবে নতুন চুক্তিতে দুটি বিদ্রোহী দল অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.